স্পোর্টস ডেস্ক, ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা নিয়ে শঙ্কার কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৭২ বছর বয়সী মোহাম্মদ আলী বহুদিন ধরে পার্কিনসন্স রোগে ভুগছেন। মোহাম্মদ আলীর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁর নিউমোনিয়া তেমন গুরুতর নয়। এটি আগে-ভাগেই ধরা পড়েছে। তবে কোন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে সেটি বলতে অস্বীকৃতি জানান তিনি। মোহাম্মদ আলী তিন তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। মোহাম্মদ আলীকে শেষবার জনসমক্ষে দেখা গেছে গত সেপ্টেম্বরে তাঁর নিজ শহর লুইসভিলে মোহাম্মদ আলী মানবতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে। তবে সেই অনুষ্ঠানে তাকে কথা বলতে দেখা যায়নি। ১৯৮১ সালে মোহাম্মদ আলী বক্সিং থেকে অবসরে যান। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তাকে প্রেসিডেনশিয়াল গোল্ড ম্যাডেল দেন।

(ওএস/পি/ডিসেম্বর ২১, ২০১৪)