মাগুরা প্রতিনিধি : মাগুরায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির সময় টহল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উজ্জ্বল শেখ (৩৭) নামে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলায় রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত উজ্জ্বল শেখ এলাকার চিহ্নিত ডাকাত সর্দার। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, চাপাতি ও করাত উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সোমবার সকালে জানান, রাত পৌনে ২টার দিকে সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলের অংশ হিসেবে একদল পুলিশ মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় পৌঁছায়। এ সময় ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গাছ সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা ১৯ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত সর্দার উজ্জ্বল শেখকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, চাপাতি, ছেনদা ও করাত উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের ৩ সদস্য ইকরাম হোসেন, নায়েব আলী ও রফিকুল ইসলাম সামান্য আহত হয়েছেন।

নিহত উজ্জ্বল শেখের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান সুদর্শন কুমার রায়।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৪)