স্টাফ রিপোর্টার : কৃষি ও পল্লী ঋণে সুদের হার কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক রবিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় ব্যাংকগুলোয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী ফিরোজ বিন আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আমানত ও ঋণের সুদের হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনা করে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লীঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা ১৩ শতাংশের পরিবর্তে ১১ শতাংশ নির্ধারণ করা হলো।

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশে কার্মরত সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৪)