লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান সম্পর্কে কটুক্তি করার জের ধরে দু’গ্রুপের ঘন্টা ব্যাপি সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ধোপাদহ গ্রামের বিএনপি’র কর্মী শহিদুল্লাহ কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সম্পর্কে কটুক্তি করে। এর জের ধরে চেয়ারম্যান মতিয়ার সমর্থিত ইসমাইল শেখ শহিদুল্লাহকে মারধর করে।

এ ঘটনার পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এড়েন্দা বাজারের তিনটি স্থানে প্রতিদ্বন্ধি আজিজুর রহমান আরজু সমর্থিত লোকজনদের সাথে চেয়ারম্যান মতিয়ার রহমান সমর্থিত লোকজনদের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। আহতরা হলো চেয়ারম্যান মতিয়ার রহমান, আাজিজুর রহমান আরজু, রওশন কাজী, ইউপি সদস্য কিবরিয়া, আব্দুল মান্নান খা, আ. ছাত্তার, গোলাম রব্বানী, ইসমাইল শেখ, বাদশা কাজী, জামিনুর। সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব সাহার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব সাহা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষ এড়াতে এড়েন্দা বাজারসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

(আরএম/এএস/ডিসেম্বর ২২, ২০১৪)