পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা জামাতের নায়েবে আমীর মাওলানা মো. জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ‘স্থানীয় সরকার বিভাগ’ সোমবার প্রজ্ঞাপন জারী করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয় এই সাময়িক বহিস্কারাদেশ।

প্রজ্ঞাপনা উল্লেখ করা হয়েছে, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম খান এর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা নং ৬, তারিখ : ২১/০২/২০১৪ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহিত হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ ধারা সংশোধিত এর ধারা ১৩(খ)(৯) অনুসারে আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম খান পাবনা জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

(পিএইচপি/এএস/ডিসম্বের ২২, ২০১৪)