কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ফেরিঘাট এলাকা থেকে ১৫মণ জাটকা ও চাপিলা মাছ (দুই থেকে তিন ইঞ্চি সাইজ) আটক করা হয়েছে। সোমবার সকালে আটককৃত মাছ পরিবহনের সাথে জড়িত পাঁচজনকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে জনকে তিন হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

রবিবার রাতে কলাপাড়া থানা পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে একটি পিকআপসহ এ মাছ আটক করে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান। কুয়াকাটা থেকে এ মাছ ঢাকায় চালান করা হচ্ছিল।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, নিয়মিত অভিযানে জাটকা আটক করা হয়েছে। আটক মাছ এতিমখানা ও গরীবদের মধ্যে বিলিয়ে দেয়া হয়েছে।

(এমআরকে/এএস/ডিসম্বের ২২, ২০১৪)