স্পোটর্স ডেস্ক : নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের প্রচারণাসহ বিশ্বকাপকে অলংকৃত করা এবং এর জন্য সমর্থন আদায় করাই হবে শচিনের কাজ। সর্বোপরি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে আরো বৈচিত্র্যময় করে তুলতে আইসিসির বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন তিনি।

এদিকে অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বিশ্বকাপের সবচেয়ে বেশী রান সংগ্রাহক শচিন। এ নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’

তিনি আরো বলেন, ‘গত ছয়টি বিশ্বকাপের তুলনায় ২০১৫ বিশ্বকাপে আমার অন্যরকম এক অভিজ্ঞতা হতে চলেছে। কারণ এবার আমি মাঠে, কিন্তু সাইডলাইনে থাকবো। এটা অনেকটা ১৯৮৭ সালের বিশ্বকাপের মতন, যেখানে আমি বল বয় ছিলাম এবং প্রতিটি বলে চিৎকার করে মাঠের খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছিলাম।’

শচীন টেন্ডুলকার তার ক্রিকেট জীবনে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এবং ৪৫ ম্যাচে ৫৬.৬৯ গড়ে ২,২৭৮ সংগ্রহ করেছেন- যা কিনা এখনো পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাক্তিগত রান। এছাড়া ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রানের সুবাদে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন।

এদিকে বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে শচিনকে পেয়ে খুশী আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসনও। তিনি বলেন, ‘শচিনকে পাওয়ায় আমরা আনন্দিত। ক্রিকেটারদের শচিন শুধু উৎসাহ-ই যোগাবেন না; একই সাথে মাঠে তার উপস্থিতি এই আসরকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।’

উল্লেখ্য, ভারতের সাবেক এই অধিনায়ক ২০১৩ সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানান। অবসর নেওয়ার আগ পর্যন্ত খেলেছেন ২০০টি টেস্ট ম্যাচ, ৪৬৩টি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ। তার ২৪ বছরের ক্যারিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি ১০০টি শতক হাকানোর পাশাপাশি সংগ্রহ করেছেন ৩৪,৩৫৭ রান।

(ওএস/এএস/ডিসম্বের ২২, ২০১৪)