স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কা বিশ্বকাপের আগে ২০১৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে ফিরতে পারেন শ্রীলঙ্কার তারকা বোলার লাসিথ মালিঙ্গা। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা দলের কোচ মারভান আতাপাত্তু।

গেল সেপ্টেম্বরে মালিঙ্গা হাঁটুর ইনজুরিতে পড়েন। পরে অস্ত্রপচার করানো হয়।। ইনজুরির কারণে তিনি ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেন নি। আতাপাত্তু বলেন, ‘অস্ত্রপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছে মালিঙ্গা। তার সব কিছুই ঠিকঠাক মতো চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে মাঠে ফিরতে পারে সে।’

২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই তালিকায় অবশ্য রয়েছেন এ লঙ্কান পেসার। মালিঙ্গা ১৭৭ ম্যাচ খেলে ২৭১ উইকেট নিয়েছেন। তাকে ছাড়াই শ্রীলঙ্কা ৫-২ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। অবশ্য এর আগে ভারতের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।

(ওএস/পি/ডিসেম্বর ২২, ২০১৪)