স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেইডেনের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন রিকি পন্টিং। পন্টিংয়ের অধীনে ২০০৩ ও ২০০৭ সালে বিশ্বকাপ খেলেছেন ম্যাথু হেইডেন। ২০০৮ সালে অবসরে যান তিনি। ২০১৫ বিশ্বকাপ হচ্ছে হেইডেনদের দেশে। অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ আয়োজক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপও ঘরে তোলার স্বপ্ন দেখছেন হেইডেন। তার মতে, ঘরের মাঠে অস্ট্রেলিয়াই শিরোপার একমাত্র দাবিদার।

এদিকে সোমবার বিশ্বকাপকে সামনে রেখে হেইডেন বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন। এ একাদশের অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন রিকি পন্টিংকে। তার দলে রয়েছেন তার ওপেনিং পার্টনার অ্যাডাম গিলক্রিস্ট, স্পিনার শেন ওয়ার্ন ও পেসার গ্লেন ম্যাকগ্রা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছে শচীন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগ। পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসও রয়েছে। রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

২০০৭ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ওপেনার।

(ওএস/পি/ডিসেম্বর ২২, ২০১৪)