স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২০১১ সালে ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হয়নি মাশরাফি বিন মর্তুজার। বিশ্বকাপের কয়েকদিন আগে ছিটকে পড়েন নড়াইল এক্সপ্রেস। এবার সেই একই আশঙ্কায় ওপেনার তামিম ইকবাল। তামিমের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। সোমবার তামিমের এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী। অভিজ্ঞ এই চিকিৎসকের ভাষ্য, ‘তামিম চোটমুক্ত নন। তার এমআরআই রিপোর্ট পাওয়া গেছে। আমরা তার সব রিপোর্ট অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছি৷’ দেবাশিস চৌধুরীর জানান, অস্ট্রেলিয়ায় তামিমের রিপোর্ট দেখছেন ডেভিড ইয়াং। তার পরামর্শ নিয়েই তামিমের চিকিৎসা শুরু হবে।

এদিকে জানা গেছে, এ ধরণের চোট নিয়ে অনেক ক্রিকেটারই খেলে থাকেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটি বড় সমস্যার জন্ম দিতে পারে। বিশ্বকাপকে সামনে রেখে তামিম ইস্যুতে বেশ চিন্তিত বিসিবি। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারি। তামিমের অস্ত্রোপচার করা হলে মাঠে ফিরতে প্রায় এক মাস সময় লাগবে। সেক্ষেত্রে তামিমের জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বিসিবিকে।

(ওএস/পি/ডিসেম্বর ২২, ২০১৪)