স্টাফ রিপোর্টার : রাজধানীরর বাড্ডায় শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনে আসমা আক্তার মাহি (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড্ডা থানা পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আসমা আক্তার মাহি ঝালকাঠি জেলার নলছিটি থানার সূর্যপাশা গ্রামের মোখশেদ খলিফার মেয়ে। বাড্ডায় তার বাবার ভাড়া বাড়িতে মারা যান তিনি।

বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার ৮৫২ নম্বর বাসা থেকে রাতে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তিন বছর আগে মীর মোহাম্মদ হৃদয়কে ভালবেসে বিয়ে করেন আসমা। নারায়ণগঞ্জ রূপগঞ্জ বরফা এলাকায় শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি। বিয়ের পর থেকে তিন লাখ টাকার দাবিতে বিভিন্ন সময় স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে তিনি বাড্ডায় বাবার বাড়িতে চলে আসেন। তার এক বছরের একটি মেয়ে আছে। ৮ দিন আগে তিনি মেয়েকে দেখতে শ্বশুর বাড়িতে যান। এ সময় তাকে অনেক মারধর করা হয়।

অসুস্থ অবস্তায় ১৯ ডিসেম্বর বাবার বাড়িতে চলে আসেন আসমা। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা করা হয়। কিন্তু রাতে বাবার বাড়িতে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

আসমার সৎ মা রোজী বেগম জানান, শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনের কথা আসমা কোনোদিনই বলেনি। ১৯ ডিসেম্বর বাসায় এসে মারধরের কথা জানালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সোমবার তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। এরপর বাসায় আসলে রাতে তার মৃত্যু হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৪)