বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মাদক, চোরাচালানী বিরোধি পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৫৬ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ। এসময় মাদক সংক্রান্ত, নিয়মিত মামলা এবং ওয়ারেন্টমূলে ৫৬ জন গ্রেফতার হয়েছে।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, বগুড়া সদর থানা পুলিশের অভিযানে শহরের ধরমপুর এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিল ও ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে শহরের ধরমপুর এলাকার অলির বাজারে ইমিটেশন তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী আরো জানান, ইমিটেশন তৈরীর কারখানায় মাদক সেবীদের আড্ডা বসতো। সেখান থেকে ইয়াবা সেবনের আলামত সংগ্রহ করেছে পুলিশ। ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী, এসআই আসলাম আলী, এসআই জুলহাজ এর নেতৃত্বে ধরমপুর বাজার এলাকা থেকে একই রাতে সদর থানা পুলিশ ক্রেতা সেজে ২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযানে সদর থানা ১৭, শাজাহানপুর ৬, শিবগঞ্জ ৫, শেরপুর ৫, সারিয়াকান্দি ৩, নন্দীগ্রাম ৩, গাবতলী ৩, ধুনট ৩, সোনাতলা ৩, দুপচাঁচিয়া ২, আদমদীঘি ২, কাহালু ২ এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এসময় ৮৫ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

(এএসবি/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৪)