স্টাফ রিপোর্টার : আগের দিনের ধারাবাহিকতা ভেঙ্গে মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও তুলনামুলক কম লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৫৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৫ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডর ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেসকোর। এ সময়ে এ কোম্পানির ৬ লাখ ৪০ হাজার ৭৯৮টি শেয়ার ৪ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৫৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৬৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৭০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৪)