বরগুনা প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ে মাদক বিরোধী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ ও প্রতিরোধে মঙ্গলবার সকালে বরগুনার বামনা উপজেলা পরিষদের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বেড় করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিন শেষে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা থানা অফিসার ইন চার্জ মো. ওমর ফারুক, ইউজেডজিপি প্রকল্পের জেলা কর্মকর্তা মো. শামীম আখতার উপজেলা, কৃষি কর্মকর্তা ড. শফিউদ্দিন, , উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দি পিন্টু, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, এড. শাহজালাল মৃধা সহ সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থিত সকলকে মাদকের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

(এমএইচ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)