মদন (নেত্রকোণা) প্রতিনিধি : সরকারি ঘোষণা মোতাবেক মঙ্গলবার নেত্রকোণা জেলার মদন উপজেলায় সরকারি, বেসরকারি ও এনজিও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে যথাসময়ের মধ্যে পাঠ্যবই বিতরণের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট নতুন বই বিতরণের কার্যক্রম শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৮৯ টি সরকারি, ৮টি বেসরকারি, ৭২টি আনন্দ স্কুল, ৩০টি এনজিও ও ১৭টি কেজি স্কুলের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চাহিদা মোতাবেক পাঠ্য বই পাওয়া গেলে ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোন বই এখন পর্যন্ত পাওয়া যায়নি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই পাওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয়ে বিতরণ করা হবে। এ উপজেলায় ১ম শ্রেণীর ৮হাজার ৩শ ৬১, ২য় শ্রেণী ৭ হাজার ৮শ ৭, ৩য় শ্রেণী ৭ হাজার ৯শ ১৬ সেট পাওয়া গেছে এবং বিতরণ কাজ অব্যহত রয়েছে।

(এএমএ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)