নওগাঁ প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর বুধবার নওগাঁ জেলা আওয়মী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। এই কাউন্সিল উপলক্ষে শহরের নওজোয়ান মাঠকে সাজানো হয়েছে অপরূপ সাজে। এছাড়া শহরের প্রধান সড়কে প্রায় অর্ধশত সুদৃশ্য তোরন নির্মান করা হয়েছে। রাস্তার দু’পাশে এবং ব্রিজের দুই পাশে পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সব কিছু মিলিয়ে নওগাঁয় এখন সাজ সাজ রব পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বী বকুর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বেলা ১১টায় কাউন্সিল উদ্বোধন করবেন।

প্রধান অতিথি থাকবেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী-উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। এছাড়াও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কেন্দীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সদস্য এএইচ এম খায়রুজ্জামান লিটন, সদস্য আব্দুর রহমান এমপি, সদস্য আখতারুজ্জামান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এমপি, সদস্য এসএম কামাল হোসেন, সদস্য সুজিত রায় নন্দী বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলে থাকবেন বলে পোষ্টার ও মাইকিং করা হচ্ছে। দীর্ঘ ৯ বছর পর নওগাঁ জেলা আওয়ামীলীগের এই কাউন্সিলকে ঘিরে নেতা কর্মীদৈর মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক পদে অন্যদের পাশাপাশি জেলার ৪ এমপির নামও শোনা যাচ্ছে। তবে জেলা কমিটির শীর্ষ ওই দুটি পদে জেলা সদরের বাসিন্দা, স্বচ্ছ, দল পরিচালনার ক্ষেত্রে দক্ষ, বলিষ্ঠ ও একনিষ্ঠ নেতৃত্ব নির্বাচনে দলের ত্যাগী নেতা-কর্মীরা মত পোষন করেছেন।

(বিএম/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)