লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ব্যডমিন্ট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আ.লীগের দু’গ্রুপের দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় পালিয়ে বেড়াচ্ছেন মো. ইউসুফ (৩২) নামের এক যুবলীগ নেতা। ইউসুফ উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নর হায়দরগঞ্জ বাজার এলাকার ইব্রাহিমের ছেলে ও হয়দরগঞ্জ ৫নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।

যুবলীগ নেতা ইউসুফ মঙ্গলবার দুপুরে সংবাদিকদের জানান, তিনি দির্ঘদিন ধরে যুবলীগের রাজনিতি করে আসছেন। গত ৬ ডিসেম্বর রাতে তিনি ব্যবসায়ী কাজে ঢাকায় যান। পরে তিনি ব্যবসায়ীক কাজ শেরে ৩ দিন পর ঢাকা থেকে বাড়িতে এসে জানতে পারে গত ৮ ডিসেম্বর রাতে হায়দরগঞ্জ বাজারে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষ হয়। এঘটনায় হায়দরগঞ্জ ফাড়ি থানার এসআই মহিন উদ্দিন বাদীয় হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মো. ইউসুফকে ৭নং আসামী করা হয়। এঘটনায় সাথে জড়িত না থেকেও ওই মামলা আসামী হওয়া এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এঘটনার তিনি সঠিক তদন্তের দাবি জানান।


রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেল বলেন, দলীয় কর্মকান্ডে বিভিন্ন যুবলীগ নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকায় স্থাণীয় আ.লীগের কিছু সুবিধাবাদি নেতারা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সক্রিয় কর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে। এঘটনায় সাথে জড়িত না থাকা সত্যেও যুবলীগ নেতাকর্মীরা এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি যুবলীগ নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এঘটনায় হায়দরগঞ্জ ফাড়ি থানার এসআই মহিন উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয়দের সাথে কথা বলে আসামী করা হয়েছে। যুবলীগ নেতা ইউসুফ ঘটনার দিন ঢাকা থাকার বিষয়টি কেউ পুলিশকে বলেনি। তার পরেও যতি কোন ভূল হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রাত রায়পুর উপজেলার হায়রদগঞ্জ বাজারে রচিম উদ্দিন উচ্চ বিদ্যায়লের মাঠে ব্যডমিন্ট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আ.লীগের দু’গ্রুপের দফায়-দফায় সংঘর্ষে প্রায় ১০ দোকান ভাংচুর ও পুলিশের এসআই আবুল বাসারসহ উভয় পক্ষের ১০ জন আহতের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ৭০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়নন্ত্রনে আনেন। এঘটনার পর দিন পুলিশে এসআই মহিন উদ্দিন বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ্য করে প্রায় ১৫০ জনের বিরুদ্ধে মামালা করেন।

(এমআরএস/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)