শাহজাদুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শেষ মুহুর্তে আন্দোলন কর্মসূচি স্থগিত করায় মঙ্গলবার শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় হরতাল পালিত হয়নি। শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্কভিটার ছাঁটাই কৃত শ্রমিক কর্মচারীরা এই হরতালের ডাক দিয়েছিল। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে ছাটাইকৃত শ্রমিক কর্মচারীর পক্ষে শফিকুল ইসলাম স্বপন জানিয়েছেন।

তিনি আরও জানান তাদের দাবি ৭ দিনের মধ্যে মানা না হলে পুনরায় হরতালসহ কঠোর আন্দলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


উল্লেখ্য, মিল্কভিটা কতৃপক্ষ অতিরিক্ত শ্রমিক দেখিয়ে ৪৭০ জন শ্রমিককে ছাটাই করলেও পরবর্তিতে ৪০০ জন শ্রমিককে পুনরায় নিয়োগ দিলেও বাকি ৭০ জনকে চাকুরি ফিরিয়ে না দেয়ায় এ সকল চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকুরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে আসছিল।

জানা গেছে, গত রবিরার শাহজাদপুরের বাঘবাড়ি মিল্কভিটা করখানার প্রধান ফটক অবরোধ করে সমাবেশ শেষে এদিন বিকেলে এ সকল শ্রমিকরা এই হরতালের ডাক দেন।

(এআরপি/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)