ফেনী প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফেনীর আদলতে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট গাজী তারেক আজিজ।

আদালতের বিচারক আলমগীর ফারুকী বিকাল ৪টা নাগাদ এ ব্যপারে আদেশ দেবেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট গাজী তারেক বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় দন্ডবিধির ৮৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলাটি করা হয়েছে।

এদিকে, এ মামলার বিরুদ্ধে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম। কোর্ট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন খান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, তারেক রহমান একজন সম্মানীত ব্যক্তি তিনি যদি যুক্তরাজ্যে বসে কোনো কথা বলে থাকেন তাহলে সে ব্যপারে ফেনীর আদালতের কোনো এখতিয়ার নেই।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৩, ২০১৪)