বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধ ভাবে মাছ আহরণের অভিযোগে ২টি ভারতীয় ট্রলারসহ ২০ জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার ভোরে বঙ্গোপসাগরের 'ফেয়ারওয়ে' এলাকায় মাছ আহরণ কালে তাদের আটক করে নৌবাহিনী। মঙ্গলবার বিকালে আটককৃতদের মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বেলায়েত হোসেন জানান, মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের 'ফেয়ারওয়ে' এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার শুরু করে ভারতীয় জেলেরা। একপর্যায়ে টহলরত নৌবাহিনীর জাহাজ মাছধার ভারতীয ট্রলার এফবি মাউমা ও এফবি তারা মা নামের দু‘টি ট্রলারসহ ২০ ভারতীয় জেলেকে আটক করে।

(একে/পি/ডিসেম্বর ২৩, ২০১৪)