নিউজ ডেস্ক : স্মার্টফোন ও অ্যাপ শব্দ দু’টি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আপনি যদি স্মার্টফোনে অ্যাপ ব্যবহার না করেন তাহলে স্মার্টফোনের গুরুত্ব কমে যায়। এখন এই অ্যাপ ব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব। সম্প্রতি অস্টিন মেয়ার নামের এক গবেষক এমন একটি অ্যাপ আবিষ্কার করেছেন যা ব্যবহার করে বিমান অবতরণ করানো যাবে।

নতুন এই অ্যাপের নাম ‘জ্যাভিওন’। এটি আইপ্যাড বা উপযুক্ত ডিভাইসে ব্যবহার করে ওয়াইফাই সংযোগের মাধ্যমে বিমানের অটোপাইলটের সাথে সংযোগ রক্ষা করা যাবে। যখন বিমানের ইঞ্জিনে কোনও সমস্যা হবে তখন অ্যাপটি অটোপাইলটের কাছ থেকে তথ্য নিয়ে পাইলটকে নিকটস্থ বিমানবন্দর বা অবতরণের জন্যে নিরাপদ জায়গার সন্ধান দিবে।

পরে সে তথ্য অনুযায়ী পাইলট অবতরণ করতে পারবে। এটি মূলত পাইলটকে অতিরিক্ত সহযোগিতা করবে। অ্যাপটি ডাউনলোডের জন্যে ব্যয় করতে হবে ১৯৯ ইউএস ডলার। এটি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

(ওএস/অ/ডিসেম্বর ২৪, ২০১৪)