স্টাফ রিপোর্টার : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিলনা। সোমবার একঘণ্টা লেনদেন শেষে দেখা যায় সব ধরণের সূচকের পতন। এই সময়ে প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে যায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক কমেছে ৩২ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই সময়ে লেনদন হয়েছে ৭১ কোটি ৪৩ লাখ টাকার। মোট লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে লেনদেন দর বেড়েছে ৬৭টির কোম্পানির শেয়ারের। দর কমেছে ১৩১টি কোম্পানির শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।

ডিএসইতে এই সময়ে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪ হাজার ৪৮৯ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ৯৯৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৪০ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে। মোট লেনদেনে অংশ নেয় ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)