আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে হেলথ্স্টাফদের সমন্ময়ে যক্ষ্মার ওপর দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন বুধবার সম্পন্ন হয়েছে।

নগরীর সিএন্ডবি রোডের ব্র্যাক ওয়্যার হাউজে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে রিসোর্স পারসোন হিসেবে বক্তব্য রাখেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস। বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. মানজিয়ারুল ইসলাম মন্জু, মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের পিও মো. ফকরুল ইসলাম, সদর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ মো. জালাল উদ্দীন, এইচআই ইনচার্জ মো. ফিরোজ হোসেন প্রমুখ। দু’দিনব্যাপী ওরিয়েন্টেশনে ২৭জন হেলথ্স্টাফ অংশগ্রহন করেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)