গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সকালে গৌরীপুর-রামগোপালপুর সড়ককের ভবানীপুর নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় মনোয়ারা বেগম (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি বোকাইনগর নয়াপাড়া গ্রামের প্রবাসী মো: শফিকুল ইসলামের স্ত্রী এবং ব্র্যাক এনজিও’র স্বাস্থ্য প্রোগ্রামের স্বাস্থ্য সহকারি।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারার স্বামী মো: শফিকুল ইসলাম গত দুই বছর আগে পরিবারের কাউকে না জানিয়ে বিদেশ চলে যান। পর তিনি দুই সন্তান নিয়ে গৌরীপুর শহরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। পারিবারিক দৈন্যতায় তিনি ব্রাকের ওই স্বাস্থ্য প্রোগ্রামে চাকুরি নেন। বুধবার সকালে অটোরিক্সা যোগে কর্মস্থলে যাওয়ার সময় ভবানীপুর এলাকায় অন্য একটি অটোরিক্সাকে সাইড দেওয়ার সময় মনোয়ারা রাস্তায় পড়ে যান। এসময় তাকে অন্য একটি অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘাতক অটোড্রাইভারকে আটক করা যায়নি।

(এসআইএস/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)