বেনাপোল প্রতিনিধি : নারায়ণগঞ্জের ৭ মার্ডার মামলার আসামি, কালো তালিকাভুক্ত সন্ত্রাসী ও অভিযুক্ত জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে এ জন্য বেনাপোল চেকপোস্টে রেড এ্যালার্ট জারি করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার সকালে ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, ইমিগ্রেশন যাত্রীদের পাসপোর্ট বিভিন্ন ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর দেশ ত্যাগের অনুমতি দিচ্ছে পুলিশ। বিশেষ সতর্কতা হিসেবে পাসপোর্ট যাত্রী চলাচলের প্রধান গেটে কালো তালিকাভুক্ত ব্যক্তিদের ছবি টানিয়ে রাখা হয়েছে। যাতে সহজে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়।

ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি সীমান্তের অবৈধপথে যাতে তারা পালিয়ে যেতে না পারে এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তে সতর্কতা জারি করেছে বলে জানিয়েছেন ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সোমবার সকালে রেড এ্যালার্ট জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/অ/মে ০৫, ২০১৪)