কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কালিয়াচপড়া চিনিকল চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক দল বাসদ।

বুধবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।

শহরের রঙমহল চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চিনিকলটি চালু করার শর্তে মাতলুব আহমেদের কাছে সরকার পানির দরে বিক্রি করেছিল। কিন্তু বিগত ১৫/১৬ বছরেও তিনি চিনিকলটি চালু করেননি। বরং চিনিকলের মূল্যবান যন্ত্রাংশ বিক্রি করে দিয়ে এখানে অন্য ব্যবসা চালাচ্ছেন। তারা চিনিকলটি সরকারি মালিকানায় ফিরিয়ে নিয়ে পুনরায় চালু করার দাবি জানান। এর আগে দেশের সব বন্ধ কল কারখানা চালু এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাসদ।

(পিকেএস/এটিআর/ডিসেম্বর ২৪, ২০১৪)