গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুধবার একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলতাফ হোসেন (৪৫) নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার সাতগাঁও এলাকার বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

জয়দেবপুর থানাধিন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই ফজলে রাব্বি জানান, নিহত আলতাফ ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত ২১ ডিসেম্বর আলতাফ নিখোঁজ হন। পরে তার প্রথম স্ত্রী যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এর প্রেক্ষিতে ঢাকার ডিবি পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রী, শ্বাশুরি ও মামা শ্বশুরকে আটক করে। পরে আটককৃতরা আলতাফ হোসেনকে হত্যা করে লাশ গাজীপুরের জাতীয় উদ্যানে ফেলে রাখে বলে স্বীকারোক্তি দেয়।

ডিবি পুলিশ সূত্রে প্রাপ্ত সংবাদে জাতীয় উদ্যানের জঙ্গল থেকে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি।

ব্রেকিংনিউজ/এটিআর/ডিসেম্বর ২৪, ২০১৪)