নান্দাইল প্রতিনিধি : শুধু ক্লাস রুমের লেখা পড়ার মাধ্যমে পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়, প্রকৃত শিক্ষা অর্জনের জন্য স্কুলের সিলেবাসের বাইরে সহশিক্ষা কার্যক্রমের উপর জোড় দিতে হবে, এ কথা বলেছেন চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। তিনি গতকাল বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের  জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ‘উন্মেষ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আরও বলেন আমাদের স্বপ্ন দেখতে হবে এবং মানুষের পক্ষেই স্বপ্ন পূরণ সম্ভব। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-কে এগিয়ে নিতে হবে। তাহলেই মনের কুসংস্কার দূও হবে। গ্রামকে কোনভাবেই অবহেলা করা যাবে না, এ ব্যাপারে সমাজ নেতাদের ভূমিকা রাখতে হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন শিক্ষক আলী আফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শামছুল ইসলাম খান ও প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। শিক্ষা অফিসার বলেন, এ জাতির বিশ্ব সেরা অনুকরণীয় ও অনুসরণীয় ব্যাক্তি রয়েছেন যারা আমাদের অগ্রদূত। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থিরা ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মার্জিয়া সুলতানা কনিকা। মোড়ক উন্মোচনের পর শিক্ষার্থিরা নিঃশব্দ কান্না ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

(এপি/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)