গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বুধবার রাতে ট্রেনের ধাক্কায় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরণে জিন্সের প্যান্ট ও সাদা-কালো চেক শর্ট পাঞ্জাবি রয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই জিয়া উদ্দিন জানান, পূর্ব আরিচপুরের বউবাজার এলাকায় রাতে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ওই যুবকের মাথা ফেটে যায়। হাতের বিভিন্নস্থানে জখমপ্রাপ্ত হন ওই যুবক।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৪)