বরিশাল প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তজুমিদ্দনের বাদশা মিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে লালমোহন উপজেলার গজারিয়া ফ্রেন্ডস ক্লাব থেকে ৬০ জন পিকনিক করতে ট্রলারে করে মনপুরা যাচ্ছিল। বাদশা মিয়ার চর এলাকায় পৌঁছুলে ডুবোচরে ধাক্কা খেয়ে ট্রলারটি মেঘনায় ডুবে যায়।

এ ঘটনায় কতোজন যাত্রী নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, লালমোহন থানা পুলিশকে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি ফিশিং বোট নাকি পিকনিকের যাত্রীবাহী ছিলো তা জানা যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ও তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

(ওএস/অ/ডিসেম্বর ২৫, ২০১৪)