আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দাফনের চারদিন পর কবর থেকে আব্দুল জলিল সিকদার নামের এক বৃদ্ধের হাত বের করে টিপসই নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নগরীর দক্ষিণ আলেকান্দা সিকদারপাড়া এলাকার। বুধবার গভীররাতে এ ঘটনাটি ঘটেছে।

মৃত জলিল সিকদারের নাতি আব্দুর রহমান ইমন জানান, গত ২১ ডিসেম্বর ভোরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নানা মারা যায়। জানাজা শেষে ওইদিনই পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে তারা দেখতে পান কবর খোড়া। পরবর্তীতে মাটি সরিয়ে দেখতে পান কবরের দেয়া বাঁশগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। লাশ পেচিয়ে রাখা হোগলা কাটা এবং কাফনের কাপড় সরানো।

তাদের ধারণা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনে বুধবার রাতের যেকোন একসময় দলিলপত্রে তার নানার হাতের টিপসই নিয়ে তড়িঘড়ি করে মাটিচাঁপা দিয়ে রেখেছে। বিষয়টি তারা স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আবির ও কামরুন্নাহার রোজিকে অবহিত করেছেন। কাউন্সিলররা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তাদেরকে অবহিত করা হয়নি।

(টিবি/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)