চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল দুই স্কুল ছাত্রী। এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর চাটমোহর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দু’টি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে। বুধবার রাতে চাটমোহর থানা পুলিশ গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে দুই কিশোরীর পরিবারকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

জানা গেছে, উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের চাদঁ আলী তার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে খুশী খাতুনের (১৪) এবং একই গ্রামের শামসুল কবিরাজ ও তার ৯ম শ্রেণী পড়য়া মেয়ে বিনা খাতুনের (১৫) বিয়ের আয়োজন করেন।

এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নিকট অভিযোগ দিলে তিনি চাটমোহর থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পুলিশ রামনগর গ্রামে গিয়ে বিয়ে না দেওয়ার নির্দেশ দেন। অভিভাবকরা বাল্য বিয়ে দিবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনের হস্কক্ষেপে এ যাত্রা বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)