গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগলাগাড়ী গ্রাম থেকে সিফাত মিয়া (৯) নামে এক শিশুকে অপহরণের পাঁচ দিন অতিবাহিত হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে সিফাতকে জীবিত ফিরিয়ে দিতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন সিফাতের বাবা সিদ্দিক হোসেন।

সিফাতের বাবা সিদ্দিক হোসেন বলেন, ‘২১ ডিসেম্বর বিকেলে সিফাত বাড়ির পাশে খেলছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও সিফাত ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও সন্ধান না পাওয়ায় বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’

তিনি আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকবার তার মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। শুক্রবারের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ করা না হলে সিফাতকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।’

গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিফাতের অপহরণের বিষয়টি জেলাসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া অপহরণকারীদের মোবাইল নম্বর অনুযায়ী তাদের অবস্থান নির্ণয়ে পুলিশ তৎপর রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)