কুষ্টিয়া প্রতিনিধি : বিটিভির ৫০ বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি চত্বর থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, ‘বিটিভি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতির কাছে দায়বদ্ধ। তাই বিটিভিকে অন্যান্য চ্যানেলকে অনুসরণ করে নয়, জাতির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে।’

বিটিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশার মাধ্যমে বক্তব্য শেষ করেন জেলা প্রশাসক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসাসহ অন্যান্যরা।

আলোচনা অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(কেকে/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)