মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক জানান, কুয়াশার কারণে মার্কিং বয়া দেখা না যাওয়ায় শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝনদীতে ৮টি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দু’পাশেই ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ফলে শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

প্রচণ্ড শীতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)