স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ তথ্য জানান।

তিনি জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)