সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে মারুফা আক্তার নিশা (২৭) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রতনকান্দিতে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করেছে।

নিশা সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চে রায়গঞ্জ উপজেলার সুবর্ণগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারুফা আক্তার নিশার সঙ্গে বিয়ে হয় আব্দুল মমিনের। বিয়ের পর থেকেই নিশাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন মমিন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নিশাকে শ্বাসরোধে হত্যার পর নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে যান মমিন। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল মমিন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)