গাজীপুর প্রতিনিধি : শুক্রবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার দুপুরে সমাবেশস্থল ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, গাজীপুরের কোনো স্থানেই খালেদা জিয়াকে জনসভা করতে দেওয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় ছাত্রলীগও এখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। খালেদা জিয়াকে প্রতিহত করার হুমকিও দিয়েছে তারা।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যে কোনো মূল্যে সমাবেশ করা হবে। এ উত্তেজনাকর পরিস্থিতিতে কোনো পক্ষকেই আমরা সমাবেশ করতে দেব না।

কলেজ মাঠ ছাড়া অন্য কোথাও জনসভা করতে চাইলে অনুমিত দেওয়া হবে কিনা এন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুরের কোনো জায়গায়ই সমাবেশ করতে দেওয়া হবে না।

(ওএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)