আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ভুল রিপোর্ট দেয়ার কারণে নাসরীণ সুলতানা নামের এক টেকনোলজিস্টকে শুক্রবার চাকুরী থেকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ডাক্তারের নির্দেশে উপজেলার নগড়বাড়ি গ্রামের সোনিয়া আক্তার উপজেলার দুঃস্থ মানবতা হাসপাতালে রক্তর গ্র“প পরীক্ষা করান। ওই হাসপাতালের টেকনোলজিস্ট নাসরীণ সুলতানার রিপোর্ট দেন এবি পজিটিভ । এতে রোগির পরিবার অবাক হন। কারণ তারা আগে পরীক্ষা করে জেনেছিলেন সোনিয়ার রক্তের গ্রুপ ও পজিটিভ।

নির্ভুল রিপোর্টের জন্য সোনিয়াকে গতকাল শুক্রবার পুনরায় একই শহরের গ্রামীন প্যাথলজি ও তালুকদার প্যাথলজি থেকে রক্তের গ্র“প পরীক্ষা করানো হয়। ওই দুই প্যাথলজি থেকে ও পজিটিভ) রিপোর্ট পাওয়া যায়। রোগির স্বজনরা বিষয়টি দুঃস্থ মানবতা হাসপাতালের ম্যানেজার মো. রুস্তুম আলীকে জানালে তিনি ভুল রিপোর্টের সত্যতা স্বীকার করে বলেন, নাসরীণ পাশ করা কোন টেকনোলজিস্ট নয়। তার পরেও কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ি তাকে ঘটনার জন্য বরখাস্ত করা হয়েছে।

(টিবি/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)