স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াত চক্র ২০১৩ সালের মতো দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার একটি পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৩ সালের মতো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি এদেশের রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করেছে। তাই খালেদা ও তারেককে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তবেই এ দেশের রাজনীতিতে শিষ্টাচার ফিরে আসবে।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে শান্তি ফিরে এসেছে। মানুষের মধ্যে এখন আর আতঙ্ক নেই। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এখন কাউকে আর নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না।

কামরুল ইসলাম বলেন, বিএনপি একদিকে বিদেশী বন্ধুদের দিয়ে সরকারকে চাপ সৃষ্টি করছে। অন্যদিকে নাশকতার চেষ্টা চালাচ্ছে। তারা যতই চেষ্টা করুক, কোন লাভ হবে না। সন্ত্রাস করলে পরিণতি হবে ভয়াবহ।

তিনি বলেন, ভবিষ্যতে বেগম খালেদা জিয়া আদালতে যাবেন না বলেই বুধবার একটি অঘটন ঘটিয়েছেন। আগামী ৭ জানুয়ারি তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আদালতে যাবে না। তাই এ ক্ষেত্রটি তৈরি করছেন খালেদা জিয়া নিজে। লাঠি নিয়ে আদালতে যাওয়া- এটা কোন ধরনের সংস্কৃতি। এ ধরনের আচরণ করে খালেদা জিয়া আদালতকে অপমান করেছেন।

মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় তারেক রহমানের বিচার ও শাস্তির দাবীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

(ওএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)