স্টাফ রিপোর্টার : বিএনপি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে। রাজনীতিকে কিভাবে অস্থিশীল করা যায়, সে প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি।

তিনি বলেন, আদালতে গিয়ে বেগম খালেদা জিয়া আতংক ছড়িয়ে দেশে সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছেন।

এ সময় সংঘাত ও সহিংসতার রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসতে তার (খালেদা জিয়া) প্রতি আহবান জানান তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি প্রমাণ করুন আপনি এতিমের টাকা আত্মসাৎ করেননি? আদালতে গিয়ে বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবো।

৫ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ পূর্বনিধারিত উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, এ তারিখে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। আপনারা অন্য কোন দিন সমাবেশ করুন। আর প্রশাসনের কাছে আবেদন করুন এতে আমাদের কিছু বলার নেই।

চলমান রাজনীতি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সাংগঠিনক সম্পাদক ব্যারিষ্টার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।

(ওএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)