বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বান্দরবান পর্যটন মোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংগঠনিক টিম-৫ এর আহবায়ক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ফজলুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সংগঠনিক টিম-৫ এর সদস্য সচিব এবং কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ বিন জলিল, পৌর মেয়র ও সেচ্চাসেবক দলের নেতা মো. জাবেদ রেজা, কেন্দ্রীয় কমিটির সহ কৃষি সম্পাদক হাজী এম এ কালাম, সহ-দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, সদস্য আব্দুল মাবুদ, মো. মাহফুজার রহমান, ইয়াসিন চৌধুরী লিটন, শাহজাহান কবির শাহিন, জেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন প্রমুখ।


বর্ধিত সভার সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলের প্রতি কঠোর অবস্থানে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করে হত্যা, গুম, নির্যাতনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যামামলা দিয়ে হয়রানী করছে। বিরোধী দলের উপর হামলা মামলা করে আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সরকার। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে দ্রুত নির্বাচনের দাবি করে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

(এএফবি/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)