বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে মহা বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিজয় র‌্যালী বের করে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমাপ্ত হয়। পরে মুক্তমঞ্চে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, যুবলীগ নেতা জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিজয় সমাবেশে জেলার মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল একমাত্র আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল। যারা বঙ্গবন্ধুর এই স্বাধীনতা বিশ্বাস করে না তারা পাকিস্তানের দালাল। বঙ্গবন্ধুকে নিয়ে যারা সমালোচনা করে তারা ম্বাধীনতার শত্রু, দেশের ও জনগণের শত্রু। তাদের সম্পর্কে সর্তক থাকতে হবে। বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের তীব্র সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশের ও জনগনের শান্তি চায়, তাই এখনো ধর্য্য ধারণ করে আছে। জাতির পিতাকে নিয়ে নতুন করে কোন ধরনের সমালোচনা করা হলে রাজপথেই তার কঠোর জবাব দেয়া হবে। এ বিষয়ে বিরোধী দলকে হুশিয়ার করে দেন বক্তারা।

(এএফবি/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)