নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে আরো একটি বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণি অবমুক্ত করা হয়েছে । এর আগেও ওই উদ্যানে গন্ধগোকুল ছাড়া হয়েছিল।

সোমবার সকালে দু’শ’ বছরের পুরনো শালবনে বিলুপ্ত প্রজাতির এ গন্ধগোকুল প্রাণিটি ফের অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, চিনি আউপ চালের পোলাও রান্না করলে যে গন্ধ বের হয় গন্ধগোকুল প্রাণির নিকটে গেলে সে ঘ্রাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, আলতাদিঘীকে জাতীয় উদ্যান ঘোষণার পর ইতোমধ্যেই বানর, মেছোবাঘ, তক্ষক, বাগডাস, গন্ধগোকুল, অজগরসহ বিভিন্ন ধরণের বিরল প্রজাতির বন্যপ্রাণি এ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
(বিএম/এএস/মে ০৫, ২০১৪)