বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন বলেছেন, বিএনপি জোটের অযৌক্তিক আন্দোলনের হুমকিতে বঙ্গবন্ধুর সৈনিকরা ভীত নয়। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেস্টা রুখে দিতে দেশপ্রেমিক যুবসমাজ প্রস্তুত রয়েছে। দেশবিরোধি যেকোন চক্রান্ত রাজপথে মোকাবেলা করা হবে।

তিনি যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহবান জানান।শুক্রবার বিকেলে সারিয়াকান্দির দেবডাঙ্গা সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সমবায় ব্যাংক লি: এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, জেলা যুবলীগনেতা সাজেদুর রহমান সিজু, শরিফুল ইসলাম শিপুল, ইফতারুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক আইয়ুব তরফদার, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম আকিল প্রমুখ। এর আগে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন অতিথিবৃন্দ। সম্মেলনে গোপন ভোটে শাহিন আলম সভাপতি ও আমজাদ হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

(এএসবি/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)