রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে জামাইয়ের ছুরিকাঘাতে আবদুল জলিল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার রঘুরামপুর গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দুইজনকে আটক করেছে। তবে অভিযুক্ত জামাই আনোয়ার হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

রাজশাহীর পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, শনিবার ভোর ৫টার দিকে জলিল খেজুর গাছ থেকে রস নামাচ্ছিলেন। এ সময় জলিলের জামাই আনোয়ার ও তার সহযোগী রিপন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জলিল।

পরে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাফিজুর রহমান আরও জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আবদুর রশিদ ও তার ছেলে রিপনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জামাই আনোয়ারকে আটকের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)