সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এই দুটি ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন।

শনিবার ভোর ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে ও বেলা সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে এ ঘটনা দুটি ঘটে।

এ দুটি ঘটনায় নিহতেরা হলো, জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোনায়েম খান (৫০) ও উল্লাপাড়া উপজেলার পাচলিয়া গ্রামের আব্দুল হালিম (৪৫)। আহতেরা হলো, জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ছোরমান আলীর ছেলে রবি (৩২) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে শামিম (২০)।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে রাস্তা পার হবার সময় মোনায়েম খানকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পুলিশ লাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে তিনজন যাত্রি নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা দাড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সামনের চাকা বাষ্ট হয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিম নিহত হয়। আহত হয় রবি ও শামিম। পরে পুলিশ ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে ও আহতদের স্থানীয় ইস্কয়ার হাসপাতালে ভর্তি করে।

রায়গঞ্জ থানার ওসি রাশিদুল হাসান বিশ্বাস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটি এম আমিনুল ইসলাম এ দুটি তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে পৃথক মামলা দায়ের করা হবে।

(এসএস/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)