মাদারীপুর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন- বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দল এবং জামায়াতে ইসলাম যে সব কর্মকাণ্ড করছে, সেগুলো মানুষ পছন্দ করছে না। আজকে দেশকে তারা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। গাজীপুরে গিয়ে তারা সেখানে আরেকটি সন্ত্রাস সৃষ্টি করত কিনা, সেটাও কিন্তু একটা বিষয় ছিল।

মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশনে শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর সদর ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান বঙ্গবন্ধু সর্ম্পকে যে সব কটুক্তিমূলক কথা বলছেন, সেগুলো আসলেই কারো পছন্দ নয়। আসলেই এটা সৃষ্টাচার বিরোধী। গণতান্ত্রিক যে চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, এটা তার বিরোধী।’

নৌ-মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা অপমান করে, যারা তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, যারা তার সম্পর্কে অপপ্রচার করে, তাদের এই বাংলাদেশে নাগরিকত্ব থাকা উচিত নয়।’

তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অহ্বানও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি নওয়াবজান, পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হুমায়ন কবিরসহ স্থানীয় নেতারা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)