মদন (নেত্রকোনা) প্রতিনিধি : বোরো মৌসুমের শুরুতেই নেত্রকোনার মদন উপজেলার বাগদাইর গ্রামে বীজতলায় শুক্রবার বিকালে সেচের পানি জমি থেকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বাচ্চু মিয়া, মনোয়ার মিয়া, শহিদুল্লাহ, মামুন, উকিল মিয়া, আশিক মিয়া, কালাই মিয়া, আলতু মিয়াকে গুরুতর আহত অবস্থায় মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকী আহতদেরকে পারিবারিক চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা যায়, বাগদাইর গ্রামের আবুল হোসেনের জমির পানি বকুল মিয়ার জমিতে ছেড়ে দিলে আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর বকুল মিয়ার বাড়িতে গিয়ে এর বিচার চায়। এক পর্যায়ে বকুল মিয়ার লোকজন জাহাঙ্গীরকে বেদরক মারপিট করে । এরই জের ধরে সংঘর্ষ ঘটে।

এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, এই সংঘর্ষের ঘটনায় আলতু মিয়া বাদী হয়ে ১১জনকে আসামী করে শনিবার মদন থানায় একটি মামলা দায়ের করেছে।

(এএম/এটিআর/ডিসেম্বর