মংলা প্রতিনিধি : টানা ৫ দিনের পর্যবেক্ষণ শেষে সুন্দরবন ছেড়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ দল। শনিবার দুপুরে তারা ঢাকার উদ্দেশ্যে মংলা ত্যাগ করেছেন। গত ২২ ডিসেম্বর বিকেলে দলটি মংলায় পৌছায়।

এরপর সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলের বিস্তৃতি ও রোধ প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রাণীজ ও জলজ উদ্ভিদ, বন্যপ্রাণী, মানুষের জীবিন-জীবিকা এবং ম্যানগ্রোভ ইকোসিস্টেমের উপর কি প্রভাব পড়েছে কিংবা পড়তে পারে সেই সব বিষয়ে পর্যবেক্ষণ চালায় জাতিসংঘের দেশী-বিদেশী ২৫ সদস্যের বিশেষজ্ঞ দল। ৬টি দলে বিভক্ত হয়ে তারা কাজ করেছে বনের বিভিন্ন এলাকায়।

জাতিসংঘ বিশেষজ্ঞ দল ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলনে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরবেন। এবং ৩১ ডিসেম্বর তারা বাংলাদেশ সরকারের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামেলিয়া ওয়ালস্টর্ম।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবে যাওয়ার পর ১৫ ডিসেম্বর সরকার জাতিসংঘের কাছে সহায়তা চাইলে ২২ ডিসেম্বর এই বিশেষজ্ঞ দল সুন্দরবনে আসে।

(জেএইচ/এটিআর/ডিসেম্বর ২৭, ২০১৪)